Kaam Chalu Hai (2025) : রাজপাল যাদব মুখ্য চরিত্রে একটি সত্য ঘটনা

বলিউড সিনেমা ইন্ডাস্ট্রি তে কৌতুক অভিনেতা হিসেবে একটি পরিচিত না রাজপাল যাদব। ১৯৯৯ সাল থেকে ২৫ বছরের তার ক্যারিয়ারে ১৬০ এর ও বেশি সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। 


শুধুমাত্র হিরো হিরোইন এবং ভিলেন এর চরিত্র ছাড়া কৌতুক অভিনেতা অভিনেত্রী সিনেমার মধ্যে প্রাণ নিয়ে আসেন। দর্শক কে নিজের আসনে বসিয়ে রেখে হাসাতে থাকেন কাঁদাতে থাকেন। 


২০২৪ সালে রাজপাল যাদব এর নতুন সিনেমা কাম চালু হে, রিলিজ হয়েছে। যেখানে রাজপাল যাদব কে মুখ্য চরিত্রে দেখতে পাওয়া গেছে। ২০২৪ সালে এই সিনেমা মুক্তি পেয়েছে বর্তমানে এই মুভিটি OTT : Zee5 দেখা যাচ্ছে। 


রাজপাল যাদব মুখ্য চরিত্রে অভিনয় করেছেন এমন কিছু মুভি হল : 

- Main Madhuri Dikshit Banna Chahati Hon (2003)

- Main Meri Patni or Woh (2005)

- Rama Rama Keya Hua Drama (2008)

- Kushti (2010)

- Ardh (2022)


Rajpal Yadov at Kaam Chalu hain


IMDb Rating of Kaam Chalu Hain: 7.2/10 


কাম চালু হে, এই ছবিতে রাজপাল যাদব একজন পিতা যেখানে তার কন্যা গুড়িয়া এবং স্ত্রী রাধার সাথে তার ছোট্ট, সুখী পৃথিবীকে লালন করেন। তার বেদনাকে তিনি একটি বিপ্লবী আন্দোলনে রূপান্তরিত করেন। তার মিশন হল তাঁর মেয়ে গুড়িয়ার ক্রিকেটার হওয়ার স্বপ্ন পূরণ করা। 


ডিরেক্টর এবং রাইটার : পলাশ মুচল 

হলুদের গুন আরও বাড়বে! সঙ্গে আর কি কি উপাদান যোগ করতে হবে?

খাবারে হলুদ মেশালে খাবারে রং এর সাথে স্বাদের ভিন্নতা আসে। আর শরীর সুস্থ রাখার জন্য নিয়মিত কাঁচা হলুদ খাওয়া যে উপকারী তা সকলেরই জানা। কেউ কেউ সকালে খালিপেটে এক টুকরো কাঁচা হলুদ খান, আবার অনেকে গরম জলে বা দুধের মধ্যে হলুদের গুঁড়ো মিশিয়ে খান। হলুদের মধ্যে প্রচুর আন্টিএক্সিডেন্ট বর্তমান। আয়ুর্বেদিক শাস্ত্রে এর অসংখ্য উপকারিতার কথা উল্লেখ রয়েছে। স্বাস্থ্যগুণে ভরপুর এই হলুদের জুড়ি মেলা ভার। কিন্তু হলুদের সঙ্গে আর কিছু উপাদান যা একসঙ্গে খেলে এই হলুদের গুন আরও বাড়িয়ে তোলে, এখানে দেখে নেয়া যাক।

হ্যাঁ, হলুদের সঙ্গে গোলমরিচ খেলে উপকারিতা মেলে কয়েক গুণ বেশি। আসলে হলুদ এবং গোলমরিচ, এই দুটি উপাদানই শরীরের জন্য অত্যন্ত উপকারী। কিন্তু দুটি উপকারী মশলা আলাদাভাবে না খেয়ে কেন একসঙ্গে খাওয়ার পরামর্শ দেওয়া হয়?

আরও পড়ুন : আপনার স্মার্ট ফোনে রয়েছে খাঁটি সোনা 

একাধিক অসুখ-বিসুখের মোকাবিলা:

হলুদে রয়েছে কারকুমিন নামে এক ধরনের উপাদান। হলুদের উপকারিতা অনেকটাই নির্ভর করে এই কারকুমিনের ওপর। কিন্তু কারকুমিন নিজে থেকে শরীরে ভালভাবে মিশতে পারে না। যা গোলমরিচের সঙ্গে খেলে কারকুমিন পুরোপুরি শরীরে মিশে যায়। শরীরের একাধিক অসুখ-বিসুখের মোকাবিলা করতে রান্নার এই দুই উপকরণ রীতিমত ম্যাজিকের মতো কাজ করতে পারে।

আরও পড়ুন : সজনে পাতার উপকার 

ব্যথা-বেদনা সারাতে হলুদ ব্যবহার

বহুকাল ধরে ব্যথা-বেদনা সারাতে হলুদ ব্যবহার করা হয়। আসলে হলুদ শরীরকে ভিতর থেকে সারিয়ে তোলে। তার সঙ্গে গোলমরিচ যুক্ত করলে আরও তাড়াতাড়ি কাজ হয়। গোলমরিচের মধ্যে থাকা পাইপারিন কোষকে সক্রিয় করে তোলে। দীর্ঘদিনের ব্যথা বা নার্ভ সংক্রান্ত যন্ত্রণাও সারিয়ে দেয় এই দুই মশলা। আয়ুর্বেদে আর্থারাইটিসের যন্ত্রণা কমাতে হলুদের ব্যবহারের উল্লেখ রয়েছে। দুটি কালো গোলমরিচ হলুদের সঙ্গে যোগ করে খেলে তা গলা ব্যথা ও সংক্রমণের বিরুদ্ধে কাজ করে।


ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে নিয়মিত হলুদ :

হলুদ ও গোলমরিচ ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। অতিরিক্ত ওজন কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেললে একসঙ্গে পাতে রাখুন কাঁচা হলুদ ও গোলমরিচ। যা শরীরের অতিরিক্ত চর্বি গলাতে সাহায্য করে। রোজ সকালে খালি পেটে গরম জলে হলুদ, গোলমরিচ এবং আদা খেলে বাড়ে মেটাবলিসম। 


ক্যানসারের বিরুদ্ধে লড়ে হলুদ :

হলুদ ও গোলমরিচ একসঙ্গে ক্যানসারের বিরুদ্ধেও লড়তে পারে। হলুদের মধ্যে থাকা কারকিউমিন ক্যানসারের কোষ নষ্ট করতে সাহায্য করে। বিশেষ করে স্তন ক্যানসার প্রতিরোধে হলুদের ভূমিকা বিশেষভাবে গুরুত্বপূর্ণ।


কাঁচা হলুদের সঙ্গে দুধ :

দুধে এক টুকরো কাঁচা হলুদের ব্যবহার হার্টের স্বাস্থ্য ভালো রাখতে পারে। ভুলে যাওয়ার সমস্যা যাদের আছে কিংবা স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়ে তবে নিয়মিত কাঁচা হলুদ দিয়ে দৈরি দুধ খাওয়ার অভ্যাস করতে পারেন। হলুদ দুধ মস্তিষ্ক ও মানসিক স্বাস্থ্যকে উন্নত করতে সাহায্য করতে পারে । দুধ হলুদ মেটাবলিজমের হার বাড়ায় ও ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ও বয়সের ছাপ, বলিরেখা রুখে দিতেও দারুণ কাজ করে।

 

লিভারের স্বাস্থ্য ভালো রাখতে পারে হলুদ দুধ। এছাড়া শরীরে আলসার বা ঘায়ের প্রবণতা থাকলে তার প্রতিরোধ করে। অ্যাসিডিটির সমস্যাও দূর করে। হলুদ দুধ সর্দি কাশি দূর করতে সাহায্য করে। এতে থাকা ভিটামিন সি সর্দি কাশির মতো সমস্যা দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

 

 হলুদ দুধে দুটি কাজু বাদাম:

থাইরডের সমস্যা কমাতে হলুদ দুধে দুটি কাজু বাদাম যোগ করতে পারেন। হলুদের কারকিউমিন উপাদান শরীরের ফোলাভাব, ব্যথা ও প্রদাহ কমাতে কাজ করতে পারে। হাড়ের স্বাস্থ্য মজবুত করে।

 

দুধ হলুদের মধু :

হলুদ দুধে মধু ব্যবহার করলে এর অ্যান্টি অক্সিডেন্ট কোষের ক্ষতির বিরুদ্ধে লড়াই করে কোষকে পুনরুদ্ধার ও উজ্জীবিত করে। হলুদ দুধ রক্ত সঞ্চালন বৃদ্ধি করতে অত্যন্ত সহায়ক। এটি লিম্ফ্যাটিক সিস্টেম এবং রক্তনালী পরিষ্কার করে।

 

চার সপ্তাহ টানা খেলে তবেই হাতেনাতে ফল পাবেন। তবে যে কোনো সমস্যা দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা উচিত।  

২০২৫ এক ডালি জনপ্রিয় ছবি নিয়ে হাজির হতে চলেছে বলিউড


দেখে নেয়া যাক ২০২৫ সালের কোন ছবিগুলো হিট হতে পারে।


"ফতেহ"

আগামী ১০ই জানুয়ারি মুক্তি পাবে সোনু সুদের 'ফতেহ' এবং সাহানা গোস্বামীর 'সন্তোষ'। সাহানার সন্তোষ এই মুহূর্তে রয়েছে অস্কার দৌড়ে।


'ছাবা'

ফেব্রুয়ারির ৭ তারিুখ মুক্তি পাচ্ছে ভিকি কৌশলের বহু প্রতীক্ষিত ছবি 'ছাবা'। পরিচালক লক্ষণ উতরেকরের এই ছবিতে একেবারে লুক বদলে পর্দায় আসবেন ভিকি কৌশল। ছবিতে ভিকির বিপরীতে রশ্মিকা মান্দানা। খলনায়কের চরিত্রে রয়েছেন অক্ষয় খান্না।


"এমার্জেন্সি"

তালিকাতে রয়েছে, কঙ্গনা রানাউতের 'এমার্জেন্সি'। একই দিনে অর্থাৎ ১০ই জানুয়ারি মুক্তি পাবে। বহুদিন ধরেই বিতর্কের মুখে পড়েছিল এই ছবি। কংগ্রেসের অভিযোগ এই ছবিতে কঙ্গনা, ইন্দিরা গান্ধীর ভাবমূর্তিকে নষ্ট করেছেন। অবশেষে সেন্সর বোর্ডে একাধিক দৃশ্য বাতিল হয়ে।


'স্কাই ফোর্স'

আগামী ২৪ জানুয়ারি সঙ্গে মুক্তি পাচ্ছে অক্ষয় কুমারের অ্যাকশন ফ্লিক 'স্কাই ফোর্স'। এই ছবিতে অক্ষয়ের সঙ্গে জুটি বাঁধছেন সারা আলি খান।


'লাহোর ১৯৪৭'

"গদর ২" ছবির ব্লকবাস্টার সাফল্যের পর ফের পর্দায় সানি দেওলের হুঙ্কার। ছবির নাম 'লাহোর ১৯৪৭'। দেশভাগের প্রেক্ষাপটে তৈরি এই ছবিতে সানি ছাড়াও রয়েছেন প্রীতি জিনতা, আলি ফজল, শাবানা আজমির মতো অভিনেতারা। ছবির মুক্তি ২৪ জানুয়ারি। ছবির পরিচালক রাজকুমার সন্তোষী। 


'জলি এলএলবি ৩'

১১ই এপ্রিল মুক্তি পেতে পারে 'জলি এলএলবি ৩'। অক্ষয় কুমার, আরসাদ ওয়ারসি জুটির এই ছবি নিয়ে আগ্রহ কিন্তু বহুদিন ধরেই।


'বাগি ৪'

সেপ্টেম্বর মাসে মুক্তি পাবে বাগি ৪। ইতিমধ্য়েই এই ছবিতে টাইগার শ্রফ ও সঞ্জয় দত্তর লুক দেখে হতবাক অনুরাগীরা। এই ছবি যে আপদমস্তক অ্য়াকশনে ভরা হতে চলেছে, তা প্রথম ঝলকেই স্পষ্ট। ছবি মুক্তি সেপ্টেম্বরের ৫ তারিখ।


'থামা'

অক্টোবরে আয়ুষ্মান খুরানার 'থামা', অজয় দেবগণের 'দেদে প্যার দে' এবং শাহিদকে নিয়ে বিশাল ভরদ্বাজের নতুন ছবি থাকবে নজরে।


'আলফা'

আর বছর শেষে যশরাজ ব্যানারের 'আলফা' একেবারে চমকে দেবে সিনেপ্রেমীদের। কেননা এই ছবিতে আলিয়া এবং শর্বরী হবেন একেবারে অ্যাকশন প্যাকড। এই ছবিতে রয়েছেন অনীল কাপুর এবং ববি দেওল।