Elfi 2025 : এবার হাতিদের স্নান করানো ও তাদের সঙ্গে সেলফি তোলার সুযোগ দিচ্ছে বন দপ্তর

জঙ্গল ঘুরতে আসা আর তাঁর সঙ্গে জংলী হাতির দর্শন পাওয়া মানে সোনাই সোয়াগা। আর যদি খুব কাছ থেকে হাতির ছবি তোলার সুযোগ থাকে তবে যাত্রাটাই হয়ে ওঠে রোমাঞ্চকর। আর এই সুযোগই আসতে চলেছে।


সেলফি তোলার সুযোগ

হাতিদের সঙ্গে সেলফি তোলার সুযোগ করে দিচ্ছে জলপাইগুড়ির গরুমারা বন্যপ্রাণ বিভাগ কেবল মাত্র ২০ টাকায়। ধূপঝোরা এলিফ্যান্ট ক্যাম্পের পিলখানায় কুনকি হাতিদের সঙ্গে পর্যটকদের সেলফি তোলার এই পরিকল্পনার নাম দেওয়া হয়েছে 'এলফি'।

আরও পড়ুন : ভ্রমণ : উত্তরবঙ্গের কালিপুর 


এলফি জোন 

বন্যপ্রাণ বিভাগের জেনি, হিলারি, মাধুরী, ডায়নার মতো কুনকি হাতিদের সঙ্গে দেড় ঘণ্টা কাটানোর ফাঁকে নিজের মুঠোফোনে নিজস্বী তোলার সুযোগ পাবেন পর্যটকরা। চলতি শীতের মরশুমেই ধূপঝোরার এই এলফি জোনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। 



ধূপঝোরায় বন্যপ্রাণ বিভাগের এলিফ্যান্ট ক্যাম্প রয়েছে। ডিসেম্বর থেকে বন্ধ থাকা কটেজগুলিও খুলে দেওয়া হয়েছে। ধূপঝোরায় এলিফ্যান্ট ক্যাম্পেই রয়েছে কুনকি হাতি আর মাত্র ২০ টাকায় হাতিদের সঙ্গে সেলফি তোলার সুযোগ করে দিচ্ছে জলপাইগুড়ির গরুমারা বন্যপ্রাণ বিভাগ। 

আরও পড়ুন : ডাবল ডেকার রুট ব্রিজ 

আরও পড়ুন : দেখুন উত্তরবঙ্গের তিস্তা বুড়ির নাচ 


ধূপঝোরা এলিফ্যান্ট ক্যাম্পের পিলখানায় কুনকি হাতিদের সঙ্গে পর্যটকদের সেলফি তোলার এই পরিকল্পনার নাম দেওয়া হয়েছে 'এলফি'।


বন্যপ্রাণ বিভাগের জেনি, হিলারি, মাধুরী, ডায়নার মতো কুনকি হাতিদের সঙ্গে দেড় ঘণ্টা কাটানোর ফাঁকে নিজের মুঠোফোনে নিজস্বী তোলার সুযোগ পাবেন পর্যটকরা। 


চলতি শীতের মরশুমেই ধূপঝোরার এই এলফি জোনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। 

আরও পড়ুন : কলেস্ট্রেরল নিয়ন্ত্রণ, সহজ উপায় 


এলফি জোনের খরচ 

বন দপ্তরের এই উদ্যোগ খুবই আকর্ষণীয় হবে। যে কোনও পর্যটক ধূপঝোরায় গিয়ে মাত্র ২০ টাকায় এন্ট্রি নিয়ে হাতিদের সঙ্গে পিলখানার সামনে থেকে সেলফি তুলতে পারবেন।' পিলখানার কাছে হাতিদের থেকে কিছুটা দূরত্বে দেওয়া হয়েছে ব্যারিকেড, যাতে কুনকির সামনে কোনও পর্যটক যেতে না পারেন। এই ব্যারিকেডের মুখেই বেশ কয়েকটি সেলফি জোন। এলিফ্যান্ট ও সেলফি শব্দ দুটিকে মিলিয়ে এই জায়গার নামকরণ করা হয়েছে 'এলফি জোন'। 

আরও পড়ুন : স্বাস্থ্য, ইউরিক অ্যাসিড কি? কেন হয়? নিরাময় কিভাবে? 

আপাতত পিলখানার সামনে ব্যারিকেড ও এলফি জোন তৈরির প্রস্তুতি শুরু করেছে বন্যপ্রাণ বিভাগ। সকালের একটা নির্দিষ্ট সময় নাকি দুপুরের দিকে এলফি জোনে যাওয়ার অনুমতি মিলবে, তা এখনও চূড়ান্ত হয়নি। একসঙ্গে কতজন পর্যটক এলফি জোনে যেতে পারবেন, তাও খুব শীঘ্রই জানিয়ে দেবে বন দপ্তর। 

আরও পড়ুন : দাঁতের ক্যাভিটির নিরাময় 


হাতিকে স্নান করানোর দৃশ্য

এছাড়াও গরুমারায় চালু হচ্ছে কুনকি হাতিদের 'বিউটি পার্লার'। চলতি মাস থেকেই হাতিকে স্নান করানোর দৃশ্য দেখতে পারবেন পর্যটকরা। গরুমারা বন্যপ্রাণ বিভাগ ধূপঝোরা এলিফ্যান্ট ক্যাম্পে এই পরিষেবা চালু করতে চলেছে।

ধুপঝোড়াতে হাতিকে স্নান করানোর দৃশ্য 


চলতি জানুয়ারি ২০২৫ থেকেই মূর্তি নদীতেই হাতিকে স্নান করানোর সময় পর্যটকরা উপস্থিত থাকতে পারবেন। পাশাপাশি কুনকির গায়ে জল ছেটাতেও বাধা থাকবে না।' জঙ্গলে হাতির স্নান দেখা দুর্লভ ব্যাপার। কুনকি হাতিদের স্নানের দৃশ্য দেখাও কঠিন হয়ে দাঁড়ায়। 

আরও পড়ুন : ভ্ৰমণ : চারখল 

বন দপ্তর সূত্রে খবর, মাহুতরা মূর্তি নদীতে সাবান মাখিয়ে হাতিকে স্নান করান, হাতির কান, পায়ের নখ পরিষ্কার করে থাকেন। 'সেই সমস্ত কিছুই বিউটি পার্লারের মতো। মূর্তি নদীতে ওই দৃশ্য এবার সকলেই দেখতে পারবেন। 


ধূপঝোরা এলিফ্যান্ট ক্যাম্পে পিলখানায় রয়েছে হিলারি, মাধুরী, জেনির মতো পোষা বা কুনকি হাতি। করোনার আগে এই কুনকিদের মূর্তি নদীতে স্নানের দৃশ্য দেখতে পেতেন পর্যটকরা। করোনাকালের পর থেকে এই রোমাঞ্চকর অভিজ্ঞতা থেকে বঞ্চিত পর্যটকরা। অবশ্য সেই পরিষেবা ফের চালু হওয়ার খবরে পর্যটক মহল খুশি। 


লাটাগুড়িতে বেড়াতে আসা কলকাতার বিভিন্ন বাসিন্দা বলেন, 'হাতিকে স্নান করানো দেখতে মুখিয়ে আছি। পরিষেবা চালু হলে একবার এসে ওই অভিজ্ঞতা নিয়ে যাব।'

আরও পড়ুন : নতুন সিনেমা ফ্রি তে পেতে চান? টেলিগ্রাম জয়েন করুন

ধূপঝোরা এলিফ্যান্ট ক্যাম্পে 'বন্ধ থাকা ইকো কটেজগুলি চালু করা হয়েছে। খুব শীঘ্রই চালু হবে পিলখানায় সেলফি তথা "এলফি' পয়েন্ট।



এলিফ্যান্ট সাফারি:

এলিফ্যান্ট সাফারিও চালু হবে। আসলে ধূপঝোরা এলিফ্যান্ট ক্যাম্পে ইকো ট্যুরিজম পরিষেবা চালু হতে চলেছে। সার্বিকভাবে এলিফ্যান্ট রাইডিং, সেলফি জোন, এলিফ্যান্ট বাথিং এই মাসেই চালু করা হবে।' 

আরও পড়ুন : পৃথিবীর সেরা হ্যাকার   

পর্যটন ব্যবসায়ীরা জানান, ধূপঝোরাকে কেন্দ্র করে বন দপ্তরের নিত্যনতুন পরিকল্পনা পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয় হয়ে উঠতে চলেছে। কুনকি হাতিকে স্নান করানোর অভিজ্ঞতা নেওয়ার বিষয়টা খুবই রোমাঞ্চকর। এই সিদ্ধান্তে পর্যটনকে কেন্দ্র করে ব্যবসায় গতি আসবে। সবমিলিয়ে একটা আকর্ষণীয় ব্যাপার অপেক্ষা করছে পর্যটকদের জন্য।

আরও পড়ুন : বাড়িতে গ্যাস সিলিন্ডার থাকলে যে ১০টি ভুল কখনই করবেন না

কোন মন্তব্য নেই: