সিনেমার টুকিটাকি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সিনেমার টুকিটাকি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

কেরালা স্টোরির পর পরিচালক সুদীপ্ত সেনের ২০২৪ সালের নতুন ছবি


সুদীপ্ত সেন পরিচালিত কেরালা স্টোরি আমরা অনেকেই দেখেছি। ছবিটি তে আমরা দেখেছি কেরালার নার্সিং এ ট্রেনিং নিতে যাওয়া মহিলাদের কিভাবে টার্গেট করে, তাদের ধর্ম পরিবর্তন করা হয় ও পাচার করা হয় এবং তাদের জঙ্গি কার্যকলাপে নিযুক্ত করা হয়।


Bastar the hidden story of India


গোটা ভারতের বিভিন্ন প্রদেশে এই সিনেমা নিয়ে চর্চা হয়েছে, এই বই নিয়ে অনেক বিতর্ক হয়েছে। ভারতের বিভিন্ন রাজ্যে এই ছবির উপর নিষেধাজ্ঞা দেয়া হয়। পশ্চিমবঙ্গ সরকার এই সিনেমা টির ওপর নিষেধাজ্ঞা দেয়। সিনেমা বিভিন্ন প্রেক্ষাগৃহে দেখানো বন্ধ হয় সুরক্ষার অভবে। অবশেষে সম্মানীও সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বিভিন্ন হলে এই সিনেমা প্রদর্শন হয়েছে।


ইতিমধ্যে কেরালা স্টোরি সিনেমা ২০০ কোটি টাকার বেশি আয় করে ফেলেছে। শ্রীমতি আদা শর্মা সহ অন্যান্য অভিনেতা ও অভিনেত্রী এই সিনেমাতে অসাধারণ অভিনয় করে সমস্ত চরিত্র ফুটিয়ে তুলেছেন।


True Hidden Story of India


আগামী ২০২৪ সালের এপ্রিল মাসে ৫০ বছরের মাওবাদী আন্দোলন এর উপর তৈরি করা মুভি "বাস্তার" - Bastar রিলিজ হতে চলেছে প্রোডিউসার বিপুল শাহ ও সুদীপ্ত সেনের পরিচলনা ও যৌথ উদ্যোগে। এই সিনেমা টি তে বিদ্যুৎ জামম্বল কে অভিনয় করতে দেখা যেতে পারে।


রবি তেজার নতুন অ্যাকশন মুভি 


প্রাথমিক ভাবে অনুমেয় যে বাস্তার ভারতের চত্রিশগড় রাজ্যের একটি জেলার নাম যেখানে কোনো এক সময় মাওবাদী আন্দোলন বা কার্যকলাপ দেখা গিয়েছিলো। মাওবাদী সংগঠন এর এর জঙ্গি গোষ্ঠী এই বাস্তার অঞ্চলে অনেক সাধারণ গ্রামবাসী মূলত আদিবাসী দের হত্যা করে ও অনেক বাড়ি ঘর জ্বালিয়ে দেয়। কিন্তু নকশাল আন্দোলন পশ্চিমবঙ্গ এর নকশালবাড়ি থেকে শুরু হয় চারু মজুমদার এর নেতৃত্বে। 


ভারতের একটি জ্বলন্ত সমস্যার উন্মোচন হবে যা কেরালা স্টোরি দেখার পর বাঙালি পরিচালক সুদীপ্ত সেনের কাছে অব্যশই আশা করা যায়।

হেরা ফিরি ৩ সিনেমা হলে আসছে ২৫ দিনে পয়সা ডবল - Edik Odik Blogspot

  



1st picture shoot from Hera Feri 3.


ভারতীয় স্পাই থ্রিলার IB-71 নিয়ে আসছেন বিদ্যুৎ জম্ময়াল - Edik - Odik Blocg

 পাঠান সাফল্যের পর ভারতীয় স্পাই থ্রিলার এর উপর পাঠান, কবির, টাইগারের সম্মল্লিত স্পাই ইউনিভার্স তৈরির প্রচেষ্টা চলছে। কমান্ডো খ্যাত বিদ্যুৎ জম্ময়াল বলিউড ইন্ডাস্ট্রি তে একজন সফল অভিনেতা ও অ্যাকশন হিরো। কিছুদিনের মধ্যে ভারতীয় স্পাই থ্রিলার IB-71 সিনেমা হল গুলিতে দেখা যাবে।


IB-71 সিনেমা তে ভারতীয় ইন্টেলিজেন্ট এজেন্সী ও পাকিস্তান এস্টাব্লিশমেন্ট এর মধ্যে সম্মুখ সমরে যুদ্ধ দেখা যাবে।


সিনেমাটিতে অভিনয় করেছেন বিদ্যুৎ জম্ময়াল, দিলীপ তাহিল, নীহারিকা, রজত রায় আরও অনেকে। ছবিটি পরিচালনা করছেন সংকল্প রেড্ডি।



জানুয়ারি '২০২২ IB-71 সিনেমার শুটিং শুরু হয়, পরবর্তী সময়ে বিশিষ্ট চিত্রশিল্পী অনুপম খেরের সঙ্গে এই ফিল্ম এর শুটিং দেখা যায়, তিনি লিখেছিলেন তিনি তার ৫২৩ তম ফিল্ম শুরু করলেন।


পরবর্তীতে তার চরিত্র দিলীপ তাহিল কে দিয়ে দেয়া হয়েছে।


রবি তেজার ২০২৩ এর নতুন মুভি টাইগার নাগেশ্বরা রাও - RavibTeja New Movie 2023 TigerNageswaraRao - Edik Odik


রবি তেজা তামিল সিনেমা ইন্ডাস্ট্রি তে সুনামের সাথে কাজ করে চলেছেন। ২০২৩ এই বছরের অক্টোবর মাস নাগাদ তার নতুন সিনেমা রিলিজ হতে চলেছে টাইগার নাগেশ্বরা রাও। যার ফার্স্ট লুক টিসের সোশ্যাল সাইট গুলিতে চলে এসেছে। 

মাস মহারাজা রবি তেজা এর আপকামিং প্যান ইন্ডিয়া মুভি #TigerNageswaraRao. মুভির ডিরেক্টর ভামসি। মুভির লিড এক্ট্রেস গায়ত্রী ভরদ্বাজ এবং নুপুর স্যানন। মুভিতে নতুন করে যোগ দিয়েছেন যীশু সেনগুপ্ত যাকে সম্ভবত ভিলেন রোলে দেখা যাবে।

Name: NageswaraRao

Village: Stuartpuram ..!

TigerRameswara Rao Ravi Teja 2023 movie


Welcoming you all to my zone…

THE TIGER ZONE 

See you at the cinemas this October 20th😊

Emergency the first look by Kangana Ranawat

It is first look arrived by the actress Kangana Ranawat in her social media handle for her forthcoming movie "Emergency".

The main look of Kangana Ranaut's impending film "Emergency" has blended a ton of hypotheses. One of them is with respect to the area of the film. The shooting of the film is continuous and Kangana was seen in Delhi for the equivalent. In any case, stowed away sources guarantee the entertainer could have shot segments of Emergency in the northeastern province of Assam.


Of late, Bollywood has been shooting a great deal of movies in the Northeast. From Shahid Kapoor's Rangoon to Ayushmaan Khurana's Anek, Northeast and its way of life are investigated a great deal by Bollywood. Upper east is likewise depicted in films on account of its political history. So it will not be amazing assuming Emergency uncovers looks at the Northeast on the big screen!

Emergency Movie by Kangana Ranawat Edik Odik

Kangana Ranaut's 'Emergency' Is Based On The Dark Phase In Indian Politics

Kangana Ranaut took to Instagram on Thursday to uncover the principal look of Emergency. The entertainer set up the post with an inscription, "Introducing Her Who Was Called Sir". The Emergency in India was a 21-month time span from 1975 to 1977. During this period Prime Minister Indira Gandhi had a highly sensitive situation pronounced the nation over.


Tiku Weds Sheru BY KANGANA RANAWAT


Kangana's impending film on the equivalent is taking all the spotlight presently. Fans can't hold back their fervor to watch the film on the big screen. Composed by Ritesh Shah, Emergency is good to go for a dramatic delivery in 2023.

Tags:

বিনামূল্যে ছবি ডাউনলোডের আদর্শ সাইট - FREE SITE FOR DOWNLOAD FILM


বিনামূল্যে ছবি ডাউনলোডের আদর্শ সাইট


সিনেমা হল আর টিভি- পর্দা৷ তবে সময় সুযোগের অভাবে সবসময় সিনেমা হলে গিয়ে ছবি দেখা হয় না অনেকেরই৷ আবার বিজ্ঞাপনের ভিড়ে টিভি-তে ছবি দেখা মাথাব্যথার বিষয় হয়ে ওঠে৷ তাই ইদানীং ইন্টারনেট থেকে ছবি ডাউনলোড করে সিনেমা দেখার প্রবণতা বেড়েছে৷


কিন্তু, পাইরেটেড ছবির ওয়েবসাইটগুলো থেকে ছবি ডাউনলোড করার অনেক ঝুঁকি রয়েছে? বেআইনি সাইটগুলো থেকে ছবি ডাউনলোড করলে শাস্তির মুখেও পড়তে হতে পারে৷ তার উপর এই সব ওয়েবসাইট থেকে ডাউনলোড করা ছবির কোয়ালিটিও খুব একটা ভাল হয় না৷ তা সত্ত্বেও আপনি বলতেই পারেন, সিনেমা হলে যাওয়ার খরচ তো বেঁচে যায়আজ্ঞে না! হিসেব করে দেখুন তো, হলে গিয়ে একটা ছবির জন্য যত দামের টিকিট কাটেন, একটা ছবি ডাউনলোড করতে প্রায় তত টাকারই ইন্টারনেট ডেটা খরচ হয়ে যায় না কি? আর তাও যদি না হয়৷ অফিসের হাই ব্রডব্র্যান্ড থেকে অথবা ওয়াই-ফাই জোনে বসে স্মার্টফোনে ছবি ডাউনলোড করেও কিন্তু আপনি নিরাপদ নন৷ কারণ, ছবি ডাউনলোড করার বেআইনি ওয়েবসাইটগুলো ম্যালওয়্যার আর ভাইরাসে ভর্তি থাকে৷ ফলে ক্ষতিগ্রস্থ হতে পারে আপনার সাধের ফোনটি৷
তাহলে উপায়? উপায় তো আছেই৷ তাও আবার একটা নয়৷ দশ-দশটা! নিচে দেওয়া ১০ টা আইনি ওয়েবসাইটের নাম মনে রাখুন৷ তাহলেই কেল্লাফতে৷ বিনামূল্যে ইচ্ছে মতো ছবি নামান আর দেখুন৷ সিনেমা হলে যাওয়ার সমস্যাও মিটবে আর আপনার ফোনটিও ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পাবে৷

কোন কোন সাইট থেকে অনায়াসেই ভাল কোয়ালিটির ছবি নামানো যাবে? জেনে নিন৷
. ভিমিও (Vimeo)
লগ ইন করে একবার ঢুকে পড়তে পারলেই হাজার হাজার ছবির দুনিয়ায় পাড়ি দেওয়া যাবে৷
. পাবলিক ডোমেন টোরেন্টস্ (Public domain torrents)
এই ওয়েবসাইটটিকে ছবির অংশগুলো ছোট ছোট ভাগে ভাগ করা থাকে৷ সুতরাং ফোনে মেমরি স্পেস কম থাকলে আজ অর্ধেক ডাউনলোড করুন৷ আবার দেখে ডিলিট করে পরের দিন অর্ধেকটা ফোনে ভরে ফেলুন৷
. ওয়াচ ডকুমেন্ট্রি ডট ওআরজি (WatchDocumentary.org)
এই ওয়েবসাইটটিতে নানা বিষয়ের ডকুমেন্ট্রি ছবি রয়েছে৷ যা বিনামূল্যে ডাউনলোড করে দেখতে পারেন৷
. টপ ডকুমেন্ট্রি ফিল্মস (TopDocumentaryFilms)
নিজের জি-মেল অ্যাকাউন্ট দিয়ে রেজিস্টার করুন৷ তাহলেই বহু দুর্মূল্য ছবির সন্ধান দেবে এই সাইট৷
. ক্লাসিক সিনেমা অনলাইন (Classic Cinema Online)
যাঁরা সিনেমা নিয়ে লেখাপড়া করেন, তাঁদের নানা দেশের বিভিন্ন বিষয়ের ছবি দেখতে হয়৷ ফিল্ম ফেস্টিভাল ছাড়া সচরাচর সেইসব ছবি দেখার সুযোগ মেলে না৷ এই ওয়েবসাইটটি তাঁদের জন্য আদর্শ হতে পারে৷
. পপকর্ন ফ্লিক্স (PopcornFlix)
রোম্যান্টিক থেকে অ্যাকশন, হরর থেকে কমেডি সব ধরনের ছবি খুঁজে পাবেন এখানে৷
. মুভিজ ফাউন্ড অনলাইন (MoviesFoundOnline)
শুধু সিনেমাই নয়, সিরিয়াল, রিয়েলিটি শোও ডাউনলোড করা যাবে এখান থেকে৷
. ক্র্যাকল (Crackle)
সিনেমা ডাউনলোডের জন্য এই সাইটটিও বেশ জনপ্রিয়৷
. দ্য ইন্টারনেট আর্কাইভ (The Internet Archive)
সাইন ইন করে নিজেই শিখে ফেলুন কীভাবে এখান থেকে ছবি ডাউনলোড করবেন৷
১০. ইউটিউব (YouTube)


POSTER COLLECTION OF NEW BENGALI FILM AUGUST 2019


<<<       >>>