পাঠান সাফল্যের পর ভারতীয় স্পাই থ্রিলার এর উপর পাঠান, কবির, টাইগারের সম্মল্লিত স্পাই ইউনিভার্স তৈরির প্রচেষ্টা চলছে। কমান্ডো খ্যাত বিদ্যুৎ জম্ময়াল বলিউড ইন্ডাস্ট্রি তে একজন সফল অভিনেতা ও অ্যাকশন হিরো। কিছুদিনের মধ্যে ভারতীয় স্পাই থ্রিলার IB-71 সিনেমা হল গুলিতে দেখা যাবে।
IB-71 সিনেমা তে ভারতীয় ইন্টেলিজেন্ট এজেন্সী ও পাকিস্তান এস্টাব্লিশমেন্ট এর মধ্যে সম্মুখ সমরে যুদ্ধ দেখা যাবে।
সিনেমাটিতে অভিনয় করেছেন বিদ্যুৎ জম্ময়াল, দিলীপ তাহিল, নীহারিকা, রজত রায় আরও অনেকে। ছবিটি পরিচালনা করছেন সংকল্প রেড্ডি।
আরও পড়ুন : ২০২৪ এ সর্বাধিক আয় করেছিল ভারতের যে সিনেমা
জানুয়ারি '২০২২ IB-71 সিনেমার শুটিং শুরু হয়, পরবর্তী সময়ে বিশিষ্ট চিত্রশিল্পী অনুপম খেরের সঙ্গে এই ফিল্ম এর শুটিং দেখা যায়, তিনি লিখেছিলেন তিনি তার ৫২৩ তম ফিল্ম শুরু করলেন।
পরবর্তীতে তার চরিত্র দিলীপ তাহিল কে দিয়ে দেয়া হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন