"স্পাইনাল পেশীবহুল অ্যাট্রোফি বিশ্বব্যাপী প্রতি 8,000 থেকে 10,000 জনের মধ্যে 1 জনকে প্রভাবিত করে।" - সূত্র: Medlineplus.gov
স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফি (SMA) টাইপ 1 একটি গুরুতর জেনেটিক অবস্থা যা শিশুদের প্রভাবিত করে। SMA1 নামক একটি জিনে সমস্যার কারণে এই অবস্থার সৃষ্টি হয়। এই জিনটি এমন একটি প্রোটিন তৈরি করতে সাহায্য করে যা মোটর নিউরনগুলির বেঁচে থাকার জন্য অপরিহার্য, যা স্নায়ু কোষ যা পেশী নিয়ন্ত্রণ করে। এই প্রোটিন পর্যাপ্ত না হলে, মোটর নিউরনগুলি মারা যায়, এবং পেশী দুর্বল হয়ে পড়ে এবং নষ্ট হয়ে যায়।
রানাঘাটের বাসিন্দা শুভঙ্কর দাস ও অনামিকা দাসের ছোট্ট ফুটফুটে মেয়ে অশ্মিকা SMA টাইপ 1 এ আক্রান্ত। যার চিকিৎসার জন্য প্রয়োজন ১৬ কোটি টাকা। https://www.impactguru.com/ সাইট টির মাধ্যমে অশ্মিকার চিকিৎসা করানোর জন্য ডোনেশন চাওয়া হয়েছে।
অশ্মিকার বর্তমান অবস্থা :
impactguru অশ্মিকার বর্তমান অবস্থা বর্ণনা করেছে এবং বলেছেন যে অশ্মিকা শীঘ্রই নিচের এই অবস্থা থেকে বেরিয়ে আসতে পারবে।
- তার ঘাড় ধরে রাখার অক্ষমতা
- সমর্থন ছাড়া বসতে অক্ষমতা
- খাবার খেতে বা গিলতে অক্ষমতা
- ঘুরতে না পারা
- এবং শ্বাস নিতে কষ্ট হয়
এভাবেই টাইপ-1 এসএমএ অশ্মিকার মতো একটি সুন্দর শিশুকে কষ্ট দিচ্ছে। কিন্তু আধুনিক চিকিৎসাবিদ্যার বিস্ময়কে ধন্যবাদ, এমনকি টাইপ-১ এসএমএর মতো নিষ্ঠুর অবস্থাও কাটিয়ে উঠতে পারে। কিন্তু এখানেই রয়েছে টুইস্ট।
ফেসবুকে রূপম ইসলাম ও ফসিল টীমের আবেদন
কিছুদিন আগে রানাঘাটে প্রোগ্রাম করার পর রূপম ইসলাম ও তাঁর ফসিল টীম ছোট মেয়েটি যাতে তাঁর ২য় বর্ষ জন্মদিন পালন করতে পারে সেই উদ্দেশ্যে এবং মেয়েটিকে তাড়াতাড়ি সুস্থ করতে Fund Raising এর জন্য এগিয়ে এসেছেন। তাঁরা ফেসবুক ওয়ালে কি বলেছেন তুলে দেয়া হল :-
"গতকাল আলাপ অশ্মিকার সঙ্গে, রানাঘাট শো-তে গিয়ে। আর কী অদ্ভুত সমাপতন, আমাদের জন্মদিন একই দিনে, অর্থাৎ আজ!
আমরা সবাই মিলে, একসঙ্গে অশ্মিকা-কে জন্মদিনের শুভেচ্ছা তো জানাবই, এবং পরের জন্মদিন একসঙ্গে, আরও বড়ভাবে কাটানোর জন্য এখন থেকেই আমরা প্রস্তুতি নেব। আর তার জন্য দরকার আপনাদের সাহায্যের। কেন? কারণ, অশ্মিকা এক বিরল স্নায়ুরোগে আক্রান্ত, Spinal Muscular Atropy. চিকিৎসার জন্য প্রয়োজনীয় জীবনদায়ী ওষুধ ওর কাছে পৌঁছে দেওয়ার সময় আর মাত্র ৬ মাস। আনতে হবে বিদেশ থেকে। আর ওষুধের দাম ১৬ কোটি টাকা (+ ট্যাক্স + জিএসটি)। এই দাম একার আয়ত্তের বাইরে হলেও, আমাদের সবার ছোট ছোট সাহায্যের সম্মিলিত প্রচেষ্টার আয়ত্তের বাইরে নয়। তাই, সবার কাছে আমাদের এগিয়ে আসবার অনুরোধ থাকলো! #Fossils "
রূপম ইসলামের মত বলিউড বিখ্যাত গায়ক কৈলাস খের জী ও রানাঘাটে গান করতে এসে এই ছোট্ট একরত্তি মেয়েটিকে সকলের সাহায্যের হাত বাড়িয়ে দিতে আবেদন করেছেন।
অশ্মিকার জন্য ফান্ড কিভাবে দিতে পারবেন
ছোট ছোট করে আমরা যদিও সাহায্যের হাত বাড়িয়ে তুলি তবে ১৬ কোটি টাকা তোলা খুব সহজেই সম্ভব হবে। এই চিকিৎসার জন্য প্রয়োজনীয় জীবনদায়ী ওষুধ ওর কাছে পৌঁছে দেওয়ার সময় আর মাত্র ৬ মাস আর আনতে হবে বিদেশ থেকে। আর ওষুধের দাম ১৬ কোটি টাকা (+ ট্যাক্স + জিএসটি)। ইমপ্যাক্টগুরু এই সাইটের ডোনেশন লিংক থেকে UPI এর মাধ্যমে ডোনেশন করতে পারবেন।
সমস্ত বাধা বিগ্ন পেরিয়ে অস্মিকা একদিন হেসে খেলে বড় হয়ে উঠবে এই আসায় আমরা সকলে অধীর অপেক্ষায় রইলাম। এই ব্লগ এর মাধ্যমে যদি সামান্য পরিমান ডোনাশন ছোট্ট মেয়েটির চিকিৎসার উদ্দেশে যায় তবে নিজেকে ধণ্য ও গর্বিত অনুভব করবো।
এই পোস্ট এর কমেক্টের অপেক্ষায় #edik-odik, মন যা চায়
শীতের দিনের আমেজটাই আলাদা। কখনো কুয়াশা, কখনো রোদ। আর এখন উপযুক্ত সময় চড়ুইভাতী অর্থাৎ পিকনিক এর। পিকনিক! আর নাচ হবে না? কিন্ত ধামাকাদার গান তো দরকার, যাতে মনের সুখে কোমরটাকে ভালোভাবে দোলানো যায়। আছে! আছে! ভোজপুরি গান। একবার চালালেই নেশা ধরে যাবে। হিন্দির কিছুটা কাছাকাছি, কিন্তু ভাষা খুব বেশি বোঝার প্রয়োজন নেই, শুধু গানের বিট গুলো ধরে নেশার মত নাচতে থাকা।
ডুয়ার্সের বাগরাকোটে রাজ্যের প্রথম লুপ সেতু, ভারতীয় সেনাবাহিনীর চীন সীমান্তে যাওয়ার এই রাস্তা জনগণের আকর্ষণের কেন্দ্রবিন্দু
রাজ্যের প্রথম লুপ সেতু:
পশ্চিমবঙ্গ (ভারতের একটি অঙ্গরাজ্য ) রাজ্যের প্রথম লুপ সেতু তৈরির কাজ সম্পূর্ণ হতে চলেছে উত্তরবঙ্গের জেলা জলপাইগুড়ির ডুয়ার্সের বাগরাকোটে। যদিও সেতুটি সর্বসাধারণের জন্য এখনও খুলে দেওয়া হয়নি। তবে রাস্তার মাঝে সর্পিল আকারে নির্মীয়মাণ লুপ সেতুটি দেখতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ইতিমধ্যে বাগরাকোটে ভিড় জমাচ্ছেন ।
জলপাইগুড়ি জেলার বাগরাকোট থেকে প্রথম ১৮ কিলোমিটারের মধ্যে ১২ - ১৫ কিলোমিটার রাস্তা পাহাড় কেটে তৈরি করা হচ্ছে। প্রথম ১৮ কিলোমিটার রাস্তার বরাত পেয়েছে ঝাড়খণ্ডের একটা সংস্থা। বাগরাকোট থেকে লুপ সেতুর দূরত্ব ৫ কিলোমিটার। দু’টি ভাগে সেতু রয়েছে ৷ একটির দৈর্ঘ্য ৯০০ মিটার ও অপরটির ৫০০ মিটার।
লুপ সেতু কোথায় যুক্ত হচ্ছে :
বেশ কয়েক বছর ধরে জলপাইগুড়ি জেলার বাগরাকোট থেকে নাথুলা পর্যন্ত দুই লেনের এই রাস্তা তৈরি হচ্ছে। এই রাস্তা সিকিমের সঙ্গে যুক্ত করবে পশ্চিমবঙ্গকে। বাগরাকোট থেকে সেনাবাহিনীর ক্যাম্পের সামনের রাস্তা দিয়ে সামান্য গেলেই নতুন ৭১৭ নম্বর জাতীয় সড়কের এই রাস্তা । আগামিদিনে সেনার ভারত-চিন সীমান্তে যুদ্ধ সরঞ্জাম নিয়ে যাওয়া বা যাতায়াতের জন্য এটি মূল রাস্তা হতে চলেছে। সেতু ও রাস্তাটি অনেকটা সাপের মতো একে বেঁকে যাওয়ার কারণে এই সেতু ও রাস্তার নাম অনেকে স্নেক রোড দিয়েছেন।
শিলিগুড়ি থেকে সেভক হয়ে ১০ নম্বর জাতীয় সড়ক এতদিন ছিল বাংলা ও সিকিমের লাইফ লাইন। তবে উত্তরবঙ্গ থেকে সিকিম যাওয়ার ওই রাস্তা ধস বা প্রাকৃতিক অনেক কারণে মাঝেমধ্যেই বন্ধ হয়ে যায় । এর কারণ তিস্তার ভাঙন ও ধস। এতদিন ওটি ছিল সোনাবাহিনীর পরিবহণের একমাত্র রাস্তা । সীমান্তে চিনের আগ্রাসনের ফলে মাঝেমধ্যেই উত্তেজনা ছড়ায়।
তাই ১০ নম্বর জাতীয় সড়ক বন্ধ হয়ে গেলে দেশের সুরক্ষার ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। সেই দিক থেকে বাগরাকোট থেকে নাথুলা পর্যন্ত এই রাস্তাটি হওয়ার ফলে এবার থেকে সামরিক পরিবহণের ক্ষেত্রে সুবিধা হবে । সেনার কাছে একটি বিকল্প রাস্তা থাকবে৷
সেভক বা 10 নম্বর জাতীয় সড়কের বিকল্প রাস্তা হবে এটি ৷ বাগরাকোট দিয়ে নাথুলা পর্যন্ত এই রাস্তাটি হাসিমারা ও বিন্নাগুড়ি সেনা ছাউনিকে যুক্ত করবে । একইসঙ্গে বাগরাকোট ডামডিম এলাকায় রেললাইনের উপর একটি বড় সেতুও তৈরি করা হচ্ছে । সব মিলিয়ে নাথুলা সীমান্তে চিনের আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করতে বিকল্প রাস্তা হিসেবে ভারত সরকার এটি তৈরি করছে।
পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু:
বাগরাকোট থেকে ৭১৭ নম্বর জাতীয় সড়কটি ভারত-চিন সীমান্তে নাথুলা পর্যন্ত যাবে। পাহাড় কেটে রাস্তাটি 2018-2019 সাল থেকে তৈরি করা হচ্ছে। এই জাতীয় সড়কটির জলপাইগুড়ি জেলার বাগরাকোট থেকে চুইখিম ১৩ কিলোমিটার রাস্তার মাঝে বাগরাকোট চুইখিমে লুপ পুলটি তৈরি হয়েছে । বাগরাকোট থেকে চার কিলোমিটার দূরেই এই লুপ সেতুটি তৈরি হয়েছে, যা পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু।
লুপ সেতু থেকে প্রাকৃতিক নৈসর্গ উপভোগের সুযোগ পাবেন মানুষ। দু'পাশে চোখ রাখলেই মন্ত্রমুগ্ধ হয়ে যেতে হবে। চোখ বাড়ালেই দেখা যাবে নদী। বিশেষত সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় এক মায়াবী পরিবেশ তৈরি হচ্ছে। অনেকের ধারণা, আগামিদিনে বাগরাকোটের অন্যতম ‘টুরিস্ট স্পট’ হয়ে উঠতে চলেছে লুপ সেতু।
কোন কোন জায়গা যুক্ত হচ্ছে :
জলপাইগুড়ি জেলার বাগরাকোট থেকে চুইখিম, দাড়াগাও, বরবর হয়ে কাফের হয়ে কালিম্পং বাইপাস হয়ে আলগারা, ঋষি পেডং, রোরাথাং পাকয়াং এয়ারপোর্টের পাশ দিয়ে রানিপুল হয়ে ভারত-চিন সীমান্ত নাথুলা পর্যন্ত দুই লেনের জাতীয় সড়কটি যাবে । ন্যাশনাল হাইওয়ে অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভলপমেন্ট কর্পোরেশন লিমিটেড 717 নম্বর জাতীয় সড়কটি নির্মাণ করছে । জলপাইগুড়ি, কালিম্পং, পাকয়াং ও গ্যাংটক জেলাকে জুড়বে এই জাতীয় সড়কটি । এই জাতীয় সড়কটি প্রায় 200 কিলোমিটার লম্বা ।
লুপস্টার :
নির্মাণকাজ পুরোপুরি শেষ হয়নি। কিন্তু তাতেই নেটদুনিয়ায় ‘সুপারস্টার’ হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের প্রথম লুপ সেতু। সেই সেতু দেখতে বাগরাকোটের আশপাশের এলাকা অনেকেই আসছেন। পর্যটকদের কেউ-কেউও ঢুঁ মেরে যাচ্ছেন। তুলছেন সেলফি। বানাচ্ছেন রিল। আর সকলেই একটা কথা বলছেন, এই সেতুর উপর দিয়ে যাওয়ার মজাটাই আলাদা হবে।
আগামী ১৩ জানুয়ারি মহাকুম্ভ মেলা, আর এই মেলাকে উদ্দেশ্য করে সাজো সাজো রব। এবছর ৪০ কোটির উপর ভক্ত এই মেলায় আসতে পারে বলে বিভিন্ন মহল মনে করছে। বিভিন্ন ভক্তের জন্য বিভিন্ন সংস্থা যথারীতি খাদ্যের ব্যবস্থা করছে।
উত্তরপ্রদেশে যৌথ রান্নাঘর প্রকল্পের সূচনা:
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মহাকুম্ভমেলা শুরুর মুখে শুক্রবার (১০/০১/২০২৫) প্রয়াগরাজে 'মা কি রসোই' নামে একটি যৌথ রান্নাঘর প্রকল্পের সূচনা করেছেন।
পশ্চিমবঙ্গ অর্থাৎ বাংলার 'মা ক্যান্টিন'-এর আদলে তৈরি ওই রান্নাঘর থেকে মাত্র ৯ টাকায় পেটভরা খাবার দেওয়া হবে প্রত্যেককে।
খাবারের তালিকায় থাকছে ডাল, চারটি রুটি, তরকারি, ভাত, স্যালাড এবং একটি মিষ্টি।
সাহায্যকারী সংস্থা :
নন্দী সেবা সংস্থান, মূলত আর্থিকভাবে দুর্বল গোষ্ঠীর মানুষের কথা ভেবে তৈরি এই রসুইঘর চালানোর দায়িত্বে রয়েছে । উত্তরপ্রদেশ প্রশাসন সূত্রে খবর, যৌথ রান্নাঘরটি জনতার উদ্দেশে নিবেদিত হলেও আধুনিক রেস্তোরাঁয় যা যা থাকে, এতে তার সবকিছুই রয়েছে।
রেস্তোরাঁটি বানানো হয়েছে প্রয়াগরাজের স্বরূপরানি নেহরু হাসপাতাল চত্বরে। এই উদ্দেশ্য সাধনে প্রয়াগরাজ সফরের দিনে হাসপাতালে গিয়ে 'মা কি রসোই'-এর প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেওয়ার পর প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী যোগী।
শীতাতপনিয়ন্ত্রিত ওই রান্নাঘর থেকে মাত্র ৯ টাকায় পেটভরা খাবার দেওয়া হবে প্রত্যেককে। খাবারের তালিকায় থাকছে ডাল, চারটি রুটি, তরকারি, ভাত, স্যালাড এবং একটি মিষ্টি। এবং পরিষ্কার-পরিচ্ছন্ন। প্রায় ২,০০০ বর্গফুট এলাকাজুড়ে তৈরি মা কি রসোই-এ একসঙ্গে ১৫০ জন বসে খেতে পারবেন।
হাসপাতালে আসা হাজারো রোগীর পরিবারের লোকজনের পক্ষে এই রান্নাঘর সবচেয়ে কার্যকর হবে বলে মনে করা হচ্ছে। এই. উদ্যোগ কেবলমাত্র সাশ্রয়ী নয়, বরং দরিদ্র মানুষের জন্য এক বিশাল সহায়তা।
বাঙালি সারাবছরই কোনো না কোনো উৎসবের অঙ্গে জড়িয়ে থাকে। আর স্বরস্বতী পূজো মানেই ছেলে মেয়েদের বই খাতা মায়ের চরণে দিয়ে দু একদিনের জন্য হই হুল্লোড় করা। কচি থেকে বড়, মেয়েদের শাড়ী আর ছেলেদের পাঞ্জাবী পড়ার বাহার। স্বরস্বতী পূজো মানেই সারাদিন আড্ডা, স্কুল কলেজে ও অন্য জায়গায় ঠাকুর দেখা, খাওয়া দাওয়া গান বাজনা।
হিন্দু পঞ্জিকা অনুসারে, বসন্ত পঞ্চমীর দিনে, দেবী সরস্বতীর কাছে বুদ্ধি এবং জ্ঞান অর্জনের জন্য প্রার্থনা করা হয়। সঙ্গীত, শিল্প ও সাহিত্যের সঙ্গে যুক্ত ব্যক্তিরা এই দিনে বিশেষ পুজো করেন। এটি শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ দিন।
২০২৫ সালে সরস্বতী পুজোর দিনক্ষণ
২০২৫ সালে সরস্বতী পুজোর জন্য ৩ ঘন্টা ২৬ মিনিট সময় থাকবে। সরস্বতী পুজো মুহূর্ত ২ ফেব্রুয়ারি সকাল ০৯ টা ১৪ মিনিট থেকে ১২ টা ৩৫ মিনিট পর্যন্ত।
প্রচলিত হিন্দু রীতি ও ঐতিহ্য অনুসারে, সরস্বতী পুজোর দিনটি শিশুদের শিক্ষা ও বিদ্যা, প্রশিক্ষণ ইত্যাদি শুরু করার জন্য একটি অত্যন্ত শুভ দিন বলে মনে করা হয়। এছাড়াও এই পবিত্র দিনটি ব্যবসা, স্কুল প্রতিষ্ঠা ইত্যাদি নতুন কাজ শুরু করার জন্যও শুভ বলে বিবেচিত হয়।
পঞ্জিকা অনুসারে, প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী পালিত হয়।
এবছর কখন পূজা তিথি :
২০২৫ সালে, মাঘ পঞ্চমী তিথি ২ ফেব্রুয়ারি সকাল ০৯ টা ১৪ মিনিট থেকে শুরু হবে, যা পরের দিন অর্থাৎ ৩ ফেব্রুয়ারি সকাল ০৬ টা ৫২ মিনিট পর্যন্ত চলবে। এ বছর ২ ফেব্রুয়ারি রবিবার সরস্বতী পুজো উদযাপিত হবে। এই দিনে জ্ঞানের দেবী মা সরস্বতীর পুজো করা হয়। মা সরস্বতীর একটি নাম হলশ্রী, তাই এই দিনটিকে শ্রী পঞ্চমীও বলা হয়।
বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, বসন্ত পঞ্চমীকে অবুঝ মুহূর্ত হিসাবে বিবেচনা করা হয়, অর্থাৎ এটি বছরের সেই বিশেষ দিনগুলির মধ্যে একটি, যেদিন পঞ্চাঙ্গের দিকে না তাকিয়ে যে কোনও শুভ কাজ করা যেতে পারে। এই দিনে গ্রহ-নক্ষত্রের অবস্থান বিশেষভাবে অনুকূল থাকে। বসন্ত পঞ্চমীর দিন, চাঁদও একটি শুভ অবস্থানে থাকে, যা মানসিক শান্তি এবং আধ্যাত্মিক উন্নতি নিয়ে আসে। এই দিনে হলুদ কাপড় বাধ্যতামূলকভাবে পরিধান করা হয়, যা বৃহস্পতি গ্রহের প্রতীক এবং যা জ্ঞান, শুভ ও সৌভাগ্য নিয়ে আসে।
বসন্ত পঞ্চমীর দিন থেকে ঋতু পরিবর্তন হয় এবং ঋতুরাজ বসন্তের আগমন ঘটে। গাছ এর পুরানো পাতা ঝরে নতুন অঙ্কুর গজায়। কোকিলের তান আর মহুয়া ও অন্যান্য ফুলের সুবাসে গোটা পরিবেশ মুখরিত থাকে। তাই বসন্ত পঞ্চমীকে বলা হয়েছে প্রকৃতির উৎসব। এই দিন থেকে, সূর্যের রশ্মি শক্তিশালী হতে শুরু করে যাতে কনক ফসল অর্থাৎ গম সোনার মতো পাকে এবং গৃহ ধন-শস্যে ভরে যায়। ক্ষেতে হলুদ সরিষা ফুলের সৌন্দর্য বসন্ত পঞ্চমীর হলুদ রঙের প্রতীকের সঙ্গে যুক্ত।
হিন্দু ধর্মে, বসন্ত পঞ্চমী একটি উৎসব যা জ্ঞান, শিল্প, সংস্কৃতি এবং প্রকৃতির সঙ্গমের প্রতীক। এটি একটি নতুন সূচনা এবং জ্ঞান অর্জনের দিন। বসন্ত পঞ্চমীর শুধু ধর্মীয় নয়, জ্যোতিষশাস্ত্রের দিক থেকেও তাৎপর্য রয়েছে। এই দিনটি জ্ঞানের দেবী মা সরস্বতীকে উৎসর্গ করা হয়। আসুন জেনে নেওয়া যাক, ২০২৫ সালের বসন্ত পঞ্চমী ও সরস্বতী পুজো কখন, এই দিনের ধর্মীয় ও জ্যোতিষশাস্ত্রীয় তাৎপর্য কী এবং পুজোর শুভ সময় কখন জেনে নিন।
জেনে নেয়া যাক স্বরস্বতী পূজার কিছু মন্ত্র
পুস্পাঞ্জলি মন্ত্র
ওঁ ভদ্র কাল্যই নমঃ নিত্যং
সরস্বতঃই নমঃ নমোঃ
বেদ বেদান্ত বেদাঙ্গ
বিদ্যাস্থানিভ্য
এবচ এসঃ সবচন্দনঃ
পুষ্প বিল্বপ্ত্র পুস্পাঞ্জলি
ওঁ ঔঁ শ্রী শ্রী সরস্বতঃই নমঃ নমোঃ।।
প্রনাম মন্ত্র
জয় জয় দেবি চরাচর সারে,
কুচযুগ শোভিত মুক্তাহারে
বীণা পুস্তক রঞ্জিত হস্তে
ভগবতি ভারতি দেবি নমোহস্তুতে ।।
ওঁ সরস্বতি মহাভাগে
বিদ্যে কমললোচনে
বিশ্বরূপে বিশালাক্ষি
বিদ্যাং দেহি নমোহস্তুতে।।
কোন ফুলে দেবী স্বরস্বতীর পূজা হয় :
প্রতি বছর বসন্ত কালেই পড়ে স্বরস্বতী পুজোর তিথি। আর বছরের এই সময়েই বিশেষত রাঙা হয়ে ফোটে পলাশ ফুল। তাই মাঘ মাসের পঞ্চমী তিথিতে দেবী সরস্বতীকে এই পলাশ ফুল অর্পণ করার রীতি যুগ যুগ ধরে।
পলাশ ফুল সরস্বতী পুজোর অন্যতম প্রধান উপচার। সরস্বতী পুজোতে পলাশ ফুল দিতেই হয়!।
পলাশ ফুলের উপকারিতা
পলাশ ফুল অনেক জায়গায় তেসু নামেও পরিচিত। পলাশ ফুলেরও অনেক ঔষধি গুণ রয়েছে। পলাশ গাছের ফুল, বীজ এবং শিকড় থেকে ওষুধ তৈরি করা হয় এবং এটি আয়ুর্বেদে ব্যবহৃত হয়ে আসছে।
There's various
informal communication destinations and applications accessible on the web, all
with different element and specialties.
Here we fell proud that India leading in technology sector and so many social apps developped by the Indian developpers. You will wonder when you see which the BEST 6 SOCIAL APPS MADE IN INDIAN VERSIONS RUNNING NICELY.
These days Social media is fundamental for our
day to day routines as it has turned into the wellspring of information and
amusement, additionally it assists with interfacing with individuals across the
world. Now India is the place where a huge nos. of start up company starting
their business after banning the tiktak app in India. The users of the Indian
social media as well as the performers likely come forward within this apps and
not only that they using the apps they earn a respectable money from this app
also.
TRELL
Trell
is India's biggest way of life recordings and shopping application social app where you
can find most popular trend patterns, cosmetics instructional exercises,
wellness schedules, travel recordings, plans and substantially more! Watch
recordings, make drawing in content and get confirmed item surveys and
proposals to shop from your number one excellence and individual consideration
items all on Trell.
100
million Trellers and 15 million makers and powerhouses on India's Largest
Social Commerce stage. We're free in English, Hindi, Tamil, Telugu, Marathi,
Malayalam, Kannada, Bengali.
The facilities of Trell are as follows:-
WATCH:
Discover a large number of recordings on Beauty, Fashion, Personal Care, Men's
Grooming, DIY, Food, Recipes, Travel, Movies and TV Reviews and more in 20+
classes in your own language.
Make:
Shoot recordings around your energy with invigorating channels, response
producers, and different cool altering apparatuses to browse. Offer your
accounts and encounters around way of life to turn into a renowned powerhouse
on Trell!
SHOP:
Get astounding arrangements and limits on your number one cosmetics, skincare
and individual consideration items for all kinds of people from 600+ top brands.
Interface:
Join local area of similar Indians! Find the most recent brands and watch
recordings by well known powerhouses to get design counsel, preparing tips,
plans, skincare tips, exercise recordings and that's only the tip of the
iceberg.
WIN:
Earn cash and win prizes through in-application contests!
Trell
is your one-stop objective for: Discovering your style motivation with the most
recent patterns from top powerhouses, Finding the best tips and deceives for
solid skin and perfect cosmetics, Investigating new objections in India and all
throughout the planet , Getting fit with a large
number of exercise recordings, Cooking mouth-watering plans from around the
globe, Experience the entirety of this and considerably more on India's biggest
Lifestyle Video App!
Size
- 68M
Introduces
- 10,000,000+
JOSH
Josh is India's own Largest Short Video Maker social App.
This video
local area application allows you to follow your number one performer for great
fun and diversion. This is a stage to estimate gifts to the entire world. So
bring your kid up on the grounds that this Indian video application has turned
into a pioneer via web-based media now!
Individuals from everywhere the globe associate here on the
grounds that it is the best amusement application! This is a full portion of
diversion tik tok interesting video, made in India. You can discover every day
challenges, imaginative patterns, engaging, Masti, and significantly more
Indian tiktok short recordings to download. From neighbourhood nibble
recordings to distinction, you get everything likee here!
Best and Trending Genres : Track down the most renowned snake
video web based tending up to in excess of 15 Genres like dance, music, satire,
jokes, tricks, challenges, Shayari, pet, cooking, Bollywood, design, download recordings
India and some more.
Shooting : Josh's simplicity of shooting stunning Punjabi tik
tok status recordings is one reason why it's the best Indian application!
Provisions like an Easy-to-utilize camera with constant channels,
embellishments, face stickers, cosmetics camera, emoticons, and significantly
more make the maker's life simple and offer an extraordinary chance to develop
on the well known application, Josh!
Music Playlist : Check
out the top tunes and music names on Josh. Give your own touch to your snake
recordings and reels with your main tune or lip-sync to popular exchanges - the
decision is yours with limitless music and a sound playlist at your decision,
the potential outcomes are unfathomable and you can be the following star on
Josh video application!
Duet Videos : One of the most moving recordings is the DUETS!
Also, what better approach to get in the game and make a two part harmony. Reel do it on Josh with your companions,
friends and family, and even famous people! So get a notch on and kick off the
Duet highlight on the Josh likee video now! Since it doesn't beat this!
Celebrity Influencers : You can go on top since top Indian Snack
video and Tiktok makers are currently in the Josh people group! Like, follow
and draw in with your #1 VIPs and be a piece of the worldwide local area of
makers. Find new ability consistently on the stage and get an opportunity to
star in a snake entertaining video with Faizu, Teen Tigada, or your own #1
stars, and gain a huge number of adherents.
Own Language : Josh is
charmed to tell our fans that now you can watch takes care of extraordinarily
curated for you in your #1 language! Presently accessible in 12 dialects:
Hindi, English, Tamil, Telugu, Kannada, Malayalam, Marathi, Gujarati, Bangla,
Oriya, Punjabi, and Bhojpuri. Get some interesting tidbit reel video and
partake in a ton!
Easy Sharing : Be it your own shorts status video or something
you love – effectively share the amusement with your loved ones on Whatsapp
nibble video status, Facebook, or set as your web-based media. Make a profile,
follow power makers, as and share!
Size-Varies with gadget
Introduces - 100,000,000+
KOO APP
Koo has been pronounced an Aaviewpoints r App and won the Aatma Nirbhar
App Innovation Challenge held by the Government of India in August 2020.
PM
Narendra Modi urges Indians to utilize the Koo App in his Mann Ki Baat
discourse as well. Follow intriguing Indians from varying backgrounds on Koo.
Numerous unmistakable characters like Sadhguru, Ravi Shankar Prasad, Anil
Kumble, Javagal Srinath and so on use Koo to put themselves out there regular.
Koo is a Personal Updates and Opinion sharing miniature writing
for a blog stage. Conversations are around intriguing subjects. It engages
individuals to offer their viewpoints in Indian dialects with a solid sew
nearby Indian people group.
What you can do on Koo India:
- Share your viewpoints/ refreshes
- Discuss your viewpoint on any subject in Indian dialects
- Follow craftsmen, Journalists, Politicians, Cricketers,
Actors/Actresses, Activists and other intriguing individuals
- View your feed in Indian dialects by seeing what individuals
you follow said
- Trending #
Koo is an application worked for Indians to share their
perspectives in their native language and have significant conversations. It's
glad to be Made in India according to the vision of PM Narendra Modi of being
Vocal for Local. We trust you'll appreciate utilizing this application however
much we delighted in creating it. Anticipate your support in making a stage
with sharp and shrewd contemplations :)
Size - 25M
Introduces 10,000,000+
ROPOSO
ROPOSO the Indian social app Established
in 2014 by Mayank Bhangadia, Avinash Saxena, and Kaushal Shubhank, Roposo is a
video-sharing person to person communication stage.
Its
amazing video creation and altering instruments permit clients to share their
life, exhibit their secret gifts, and voice their perspective on significant
issues in their local language.
SHARECHAT
SHARECHAT is one of the India leading and worldwide social app.
Find and join the best
gatherings, WhatsApp Status, English Speaking, Pubg Gang, food darling
gathering, Ask from Love Guru, General Knowledge and Current Affairs Students,
Hindi Memes, Nature Lovers, Ramayan Ka Gyaata and thousands a larger number of
gatherings with in excess of 25 crore clients in 15 Indian Languages.
Download and Share FREE WhatsApp
Status Videos, Funny Short Videos, Talk To Strangers, Latest Events and Trends
in 15 Indian dialects.
India's Own Social Media App With
More Than 100 Million Users.
Create Funny Videos With
ShareChat Video Filters, Use 300+ Emoji Stickers and Face Filters
Download Funny Short Videos,
Jokes, Gifs, Audio Songs, Shayari, Motivational Quotes, Funny Quotes, Bhajans,
Devotional Songs And Funny Images across the board stage. Multiple Indian
Languages:ShareChat is accessible in 15
Indian dialects viz. Hindi, Telugu, Marathi, Gujarati, Punjabi, Malayalam, Bengali,
Tamil, Kannada, Odia, Bhojpuri, Assamese, Rajasthani, Haryanvi and Urdu . You
can make companions and offer provincial recordings with individuals who
communicate in your own language. Hindi language clients would now be able to
download Hindi recordings, Hindi love video melodies, Hindi shayari, and Hindi
WhatsApp status recordings and comparably, there are Tamil WhatsApp recordings
status, Telugu WhatsApp video status, Kannada WhatsApp video status, Marathi
WhatsApp video status, Gujarati WhatsApp video status, Bengali WhatsApp status,
Urdu WhatsApp video status, and Malayalam WhatsApp video status. You can
download recordings in only a single tick.
Features of ShareChat: Download
Jokes, Whatsapp Status, Memes, Trolls, Wishes And Greetings. Viral Videos From
Tamil Movies, Bollywood Movies, Telugu Movies, Marathi Movies And Bengali
Movies. Join Chatrooms in 15 dialects. Make your own chatrooms and make
companions. Good Morning Wishes, Good Night Wishes And All Other Festival
Wishes . Get Famous By Showcasing Your Talent And Become An Internet Celebrity.
Make Whatsapp Sticker From Any Image . Best Hindi Shayari, Love Shayari,
Romantic Shayari, Marathi Shayari and that's just the beginning. Talk To
Strangers With Sharechat Shake and Chat. Beauty Tips, Home Makeup Tricks And
Fitness Videos.Latest Trends Of Your
Locality! Daily Horoscope, And Best Astrology From Panditji In All Indian
Languages By Birth Date . Find Latest love Quotes, Tips To Dress Well And How
To Prepare For Interviews . Health Tips And Fitness Tips On How To Cure
Yourself With Home-made Remedies . Religious And reverential Songs Like
bhajans.
CHINGARI
Chingari - India Ka Super
Entertainment social App.
A one of a kind and fun short video application where you
can make intriguing recordings and offer them with the world.
You can make
unique recordings, dance to your number one tunes, attempt amusing and
invigorating AR channels, lip-sync to your main tunes and exchanges. Smooth and simple to-utilize interface assists individuals with investigating
their #1 substance on their fingertips. Most recent expansion of video
tones expands your call insight with easy video disclosure accessible as needs
be screen while you trust that the call will be replied. Investigate recordings altered
only for you.
Watch a wide range of recordings
from Food, Fashion, DIY, ASMR, Memes, and significantly more. Investigating
video made simple with Chingari video tones, presently all your telephones call
screen will engage you with recordings of your #1 craftsmen or moving ones till
the call gets replied.
Hyper-reasonable AR channels,
Transform your recordings and have some good times utilizing our amazing,
stunning, eccentric channels.
Huge Song Library-Find your #1
music readily available. Our music and sound playlists for you incorporate the
most famous tracks from all types, including Bollywood, Pop, Hip Hop, Rock,
just as the most well known viral unique sounds.
Get propelled by makers all
around the globe, Get in contact with makers from one side of the planet to the
other and get enlivened each and every day. Partake in difficulties and win
Chingari Coins. There are new challenges each week where you can partake and
win Chingari coins! Restrictive Launches - Keep yourself engaged with selective
music and mystery dispatches on Chingari by your number one big names.
Video Tone highlight :Now you can
set Chingari as default telephone application and customize your call insight
by finding recordings of your #1 craftsmen or suggestions. Have confidence all
call capacities like speaker, quiet, contacts, key cushion, add to call,
gathering are accessible to you while you keep Chingari application as your
default telephone application.
Television like insight: Watch a
huge number of recordings regularly with sans hands looking over and
full-screen see mode. In excess of 20 dialects. Transfer recordings in excess
of 20 dialects including English, Hindi, Bangla, Gujarati, Marathi, Kannada,
Odia, Punjabi, Malayalam, Tamil, and Telugu.
Size - 86M
Introduces - 10,000,000+
Moj App
Moj, a video-sharing application by ShareChat, has seen more than 10 crores downloads inside few days after TikTok and a few other Chinese applications were restricted in India due to winning Indo-China line strains. The Moj application is amazingly like the now restricted TikTok application; it permits its clients to share short clasps and to give these recordings enhancements, stickers, and emojis.
Size : 53MB
Download : 100M+
Coinclusion :
The peole of India specilly goung group is very much enegetic and they using the make jn India sociall apps not only for entertainment but they socially included the social services from the such apps.
বর্তমানে হোয়াটস্যাপ থেকে যা না পাওয়া যায়, টেলিগ্রাম সেই সুযোগ গ্রাহকদের দিয়েছে। খুব তাড়াতাড়ি এই app সকলের কাছে প্রিয় হচ্ছে।
ব্যবহারের পদ্ধতিতে জনপ্রিয় হোয়াটসঅ্যাপের (Whatsapp) সঙ্গে অনেকটাই সামঞ্জস্য রয়েছে এই চ্যাটিং অ্যাপটির। কিন্তু এতে এমন একটি সুবিধা রয়েছে, যা আপনি হোয়াটসঅ্যাপে একেবারেই পান না। আর এই ফিচারের জোরেই দিনে দিনে আরও বেশি জনপ্রিয় হয়ে উঠছে টেলিগ্রাম (Telegram App)।
যদি আপনি নতুন সিনেমা বা কোন ওয়েব সিরিজ দেখতে চান টেলিগ্রাম আপনাকে সেই সুযোগ করে দিচ্ছে, কোন নিদিষ্ট ওয়েবসাইট এ যাওয়ার প্রয়োজন নেই, গুগল কেন্দ্রিক সার্চ করার প্রয়োজন নেই, শুধুমাত্র টেলিগ্রাম সার্চ করেই আপনি পেয়ে যাবেন নিদিষ্ট লিংক।
টেলিগ্রাম এ আপনি গ্রুপ তৈরী করতে পারবেন এবং আপনার যারা আপনার ফোন লিস্ট এ টেলিগ্রাম এ যুক্ত আছেন তাঁদের যুক্ত করতে পারবেন।
সবার থেকে ভালো ফেসিলিটি পেয়ে যায় টেলিগ্রাম চ্যানেল। Telegram channel প্রথমত আপনি যদি কোন প্রোডাক্ট সেল করেন তাঁর ব্র্যান্ডিং নিজের লোকজনের কাছে এক ঝটকায় পাঠিয়ে দিতে পারবেন।
ব্লগার বা ইউটুবার তাদের লিংক টেলিগ্রাম চ্যানেল এ শেয়ার করতে পারবেন। এক্ষেত্রে এটি একটি সুবিধে যে আপনার চ্যানেল এর যেকোনো পোস্ট করার পর কতজন সেই পোস্ট দেখলো তার সরাসরি রিপোর্ট পেয়ে যাবেন। এর বিশেষ সুবিধে হলো আপনি আপনার নিজের ফোন লিস্ট এ যারা টেলিগ্রাম ব্যবহার করে তাদের যুক্ত করতে পারবেন এ ছাড়াও আপনার বিষয়ের উপর যদি কেই চ্যানেল সার্চ করে এবং আপনার চ্যানেল এ পৌঁছে যায় তো আপনার পোস্ট এর ভিসিট অটোমেটিক বেড়ে যাবে।
১. টেলিগ্রাম স্মার্টফোনে না থাকলে প্রথমেই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে ফেলুন অ্যাপটি।
২. ফোন নম্বর ও নাম দিয়ে অ্যাপটি চালু করুন।
৩. যেকোনো নতুন ও পুরোনো সিনেমা ডাউনলোড করার জন্য চ্যাটের হোম পেজের ডানদিকে উপরে একটি সার্চ বাটন আছে, সেটি ক্লিক করুন।
৪. এবার যে সিনেমা কিংবা ওয়েব সিরিজটি ডাউনলোড করতে চান, সেখানে টাইপ করুন।
৫. আপনার স্ক্রিনে ভেসে উঠবে সেই সিনেমার ছবি। একাধিক অপশনও দেখাতে পারে।
৬. অশপন বেছে ক্লিক করুন। তাহলেই দেখতে পাবেন, ডাউনলোডের লিংক দেখাচ্ছে। অনেক সময় একাধিক সাইজের অপশনও দিয়ে থাকে। অর্থাৎ, আপনি বিরাট কিছু ভাল কোয়ালিটি না চাইলে কম সাইজের ছবিও ডাউনলোড করতে পারেন। এতে ডেটাও কম খরচ হবে।
টেলিগ্রাম গ্রুপ ও চ্যানেল কি ভাবে করবেন?
১. টেলিগ্রাম খোলার পরে মোবাইল এর নিচের দিকে দান পাশে যেখানে মেসেজ লেখার জন্য আইকন আছে সেখানে ক্লিক করুন।
২. এবার নিউ চ্যানেল এ ক্লিক করুন।
৩. চ্যানেল এর নামও ডেসক্রিপশন দিন।
৪. চ্যানেল এ মেম্বার / সাবস্ক্রাইবার অ্যাড করুন।
৫. চ্যানেল এ পোস্ট করুন ও ভিউয়ার লক্ষ রাখুন।
তাই খুব দেরি না করে চটপট একটা টেলিগ্রাম app ডাউনলোড করুন নিচের পদ্ধত্যি অনুযায়ী এবং এর মজা অনুভব করতে থাকুন।
১. প্রথমেই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে ফেলুন অ্যাপটি। ২. ফোন নম্বর ও নাম দিয়ে অ্যাপটি চালু করুন। ৩. সিনেমা ডাউনলোড করার জন্য চ্যাটের হোম পেজের ডানদিকে উপরে একটি সার্চ বাটন আছে, সেটি ক্লিক করুন। ৪. সিনেমা কিংবা ওয়েব সিরিজটি ডাউনলোড করতে চান, সেখানে টাইপ করুন। ৫. স্ক্রিনে ভেসে উঠবে সেই সিনেমার ছবি। একাধিক অপশনও দেখাতে পারে। ৬. অশপন বেছে ক্লিক করুন। তাহলেই দেখতে পাবেন