শিশুর পড়ায় মনোযোগ বাড়ানোর উপায়

শিশুর ভালো রেজাল্টের জন্য অনেক বাবা-মা নানাভাবে চাপ প্রয়োগ করেন। যদিও শারীরিক শাস্তি কিংবা মানসিক চাপ দেওয়া কোনো শিশুর জন্যই ভালো নয়। তাহলে শিশুর পড়াশোনার উন্নতির উপায় কি? এ লেখায় রয়েছে কিছু দারুণ উপায়, যা বাস্তবে মেনে চলতে পারলে সহজেই শিশুর পড়াশোনায় উন্নতি করা সম্ভব হবে।

১. আনন্দের মাধ্যমে শিক্ষা

আপনার শিশু কোন উপায়ে শিক্ষা গ্রহণে সবচেয়ে আনন্দ পায় তা জেনে নিন। অনেক শিশুই শিক্ষার পাশাপাশি গান, নাচ, অঙ্গভঙ্গি, অভিনয়, আঙুল গননা কিংবা ভিন্ন কোনো উপায়ে খুব ভালো শিখতে পারে। তাই আপনার শিশুর জন্য সবচেয়ে ভালো পদ্ধতি কোনটি তা জানুন ও শিক্ষায় কাজে লাগান।


২. শিক্ষা বিনিময়

শুধু পাঠ্যবইতেই শিশুকে সীমাবদ্ধ রাখবেন না। আপনার শিশু কোন কোন বিষয় শিখল তা তার কাছ থেকে বিস্তারিত জেনে নিন। এ বিষয়ে নিজের জ্ঞান থাকলে তাও তাকে জানান। এভাবে পারস্পরিক তথ্য বিনিময়ে আপনার সন্তান সহজেই শিক্ষালাভ করতে পারবে।

৩. ইউটিউবে শিখুন

ভিডিও শেয়ারিং সাইট ইউটিউব শুধু বিনোদনের বিষয় নয়। ইউটিউবে রয়েছে অসংখ্য শিক্ষামূলক ভিডিও। বহু মজার উপায়ে কঠিন সব সূত্র শিখতে চাইলে ইউটিউবে অনুসন্ধান করুন এবং আপনার সন্তানকে তা দেখান।

৪. নিজেও শিখুন

শুধু সন্তানকে শিক্ষা দিলেই হবে না, নিজেও শিখে নিন। সন্তানের সঙ্গে নিজে পড়াশোনা করুন। এতে সে দারুণ উৎসাহিত হবে।

৫. বিভিন্ন মাধ্যম একত্রিত করুন

আপনার সন্তানের শিক্ষার জন্য শুধু একটি বই যদি বারবার পড়তে হয় তাহলে তা একঘেয়ে হয়ে যাবে। তাই বিভিন্ন মাধ্যম থেকে তথ্য একত্রিত করুন।

৬. সঠিক স্থান বাছুন

শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট নয় এমন সব বিষয় শিশুর পড়াশোনায় বিঘ্ন ঘটাতে পারে। তাই পড়ার টেবিলটি এমন স্থানে বসান যেখানে রেডিও কিংবা টিভির মতো মনোযোগ নষ্ট করার উপাদান নেই।

৭. উৎসাহ ও প্রশংসা

উৎসাহ ও প্রশংসার পেলে শিশু পড়ুয়াদের পড়াশোনায় আগ্রহ বহুগুণ বেড়ে যায়। তাই সর্বদা তাদের উৎসাহ দিতে ভুলবেন না। সামান্য উন্নতিতেই প্রশংসা করুন।

৮. ছাড় দিন

পড়াশোনার জন্য যখন শিশু ব্যস্ত তখন অন্যান্য বিষয়গুলোতে ছাড় দিন। পরীক্ষা সারাবছর থাকবে না, এ বিষয়টি নিজে মানুন এবং তাকেও জানিয়ে দিন।

৯. সময় ভাগ করুন

কোনো রুটিন ছাড়া পড়াশোনা করলে তা সঠিকভাবে কাজে নাও লাগতে পারে। আবার শিশুদের সঠিকভাবে রুটিন মেনে চলা কঠিনও হতে পারে। তাই শিশুর জন্য পড়ার সময় ভাগ করে দেওয়া উচিত আপনারই।

১০. পুরো পরিবারকে সঙ্গে নিন

শিশুর পড়াশোনার সহায়তার জন্য পুরো পরিবারকেই এগিয়ে আসা উচিত। বাসার গুরুত্বপূর্ণ স্থানে পড়ার বিষয় টাঙ্গানো, ডিনার টেবিলে অংকের সূত্র লাগিয়ে দেওয়া ইত্যাদি তাকে পড়াশোনায় এগিয়ে নিতে পারবে।

১১. অগ্রগতি খেয়াল রাখুন

শিশুর পড়াশোনায় অগ্রগতি সব সময় খেয়াল রাখতে হবে। কোনো সময় সে অমনোযোগিতা বা অন্য কোনো কারণে পিছিয়ে গেলে পরবর্তীতে তা পূরণ করা কঠিন হবে।
 

পৃথিবীর সেরা হ্যাকার



কেভিন মিটনিক
কেভিন মিটনিক একজন আমেরিকান। মার্কিন যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে জন্মগ্রহন করেন। অন্য সব হ্যাকারদের মত তারও একটা ছদ্মনাম রয়েছে। ছদ্মনাম হচ্ছে ”দ্য কনডোর”। উনি একজন সিক্যুরিটি কনসালটেন্ট লেখক। মাত্র ১২ বছর বয়সে হ্যাকিং জগতে প্রবেশ করে মিটনিক। তার হ্যাকিং জীবন শুরু হয় লস এঞ্জেলসের বাসে পাঞ্চ কার্ড হ্যাকিং এর মাধ্যমে। যাতে ফ্রী যাতায়াত করাতে পারতেন। ১৯৭৯ সালে মাত্র ১৬ বছর বয়সে ইন্টারনেটে আরপানেটে অ্যাকসেস পেয়ে যায় মিটনিক। আরপানেট ছিল মার্কিন প্রতিরক্ষা মন্ত্রনালয়ের একটি নেটওয়ার্ক । এরপর মটোরোলা, নকিয়া মতো বড় প্রতিষ্ঠানের কম্পিউটার হ্যাক করেছিলেন। তার হ্যাকিং বিদ্যার জন্য তিনি গ্লেন কেজ উপাধি পান।

গ্যারি ম্যাককিনন:
গ্যারি ম্যাককিনন ছিলেন স্কটিশ সিস্টেম ডেভালপার। গ্যারি নিজের কাজের নিয়ে ডুবে থাকতেন। নিজেকে সম্পূর্ণভাবে আলাদা করে রাখতেন বাহিরের দুনিয়া থেকে। ডাক্তারি ভাষায়, তিনি এ্যাসপারজার রোগে ভুগছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের আর্মি, নৌবাহিনী, নাসার মতো বড় বড় সরকারী দফতরে ৯৭ টি কম্পিউটার হ্যাক করেন। এতে মার্কিন যুক্তরাষ্ট্রে ক্ষতি হয় ৭লক্ষ ডলার। মার্কিন প্রতিরক্ষা অফিসের কম্পিউটারে একটি মেসেজ দেখায় "“Your security system is crap,” I am Solo. I will continue to disrupt at the highest levels.” খোদ প্রতিরক্ষা দফতরে নিরাপত্তার অশনি সংকেত। তাঁর সফটওয়ার সম্বন্ধে গভীরতা ও জ্ঞান দেখে অবাক হয়েছিলেন বড় বড় হ্যাকাররা। তিনি UFO নিয়েও গবেষণা করেছিলেন।

মাইকেল কেল্স
মাইকেল কেল্স হলেন ইন্টারনেট দুনিয়ার মাফিয়া। তিনি তৈরি করেন denial-of-service যা বড় বড় কমার্সিয়াল ওয়েবসাইট হ্যাক করার ক্ষমতা রাখে। কিউবেকের এই মাফিয়া ইয়াহু, আমাজন, ডেল, ইবে. সিএনএনের মতো বিশ্বের বড় বড় কোম্পানির ঘুম হারাম করে দিয়েছিলেন। তিনি এক ঘন্টার জন্য সেই সময়ের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন ইয়াহুকে হ্যাক করেন। ২০০১ সালে মনট্রিয়েল ইয়থ কোর্ট ৮ মাসের জন্য মাইকেল কেল্স নজরদারিতে রাখার নির্দেশ দেন ও ইন্টারনেট ব্যবহার না করার নিষেধাজ্ঞা জারি করে।

অ্যালর্বাট গঞ্জালেজ:
২০০৫ থেকে ২০০৭ অ্যালর্বাট গঞ্জালেজ ও তার গ্রপ মিলে প্রায় ১৭০ মিলিয়ন কার্ড নম্বর বিক্রি করে খবরের শিরোনামে আসেন। এই প্রথম এটিএম দুর্নীতি নিয়ে এতবড় হাঙ্গামা ঘটে। যাতে পুলিস প্রশাসন নড়েচড়ে বসলেও কীভাবে এটিএম নেটওয়ার্ককে বিকল করেছিল তার কিনারা করে উঠতে পারেনি। তিনি একরকম SQL ইনজেকশন পদ্ধতি ব্যবহার করেছিলেন, ইন্টারনেট কর্পোরেট নেটওয়ার্কের সমস্ত কম্পিউটার ডেটা তাঁর হাতের মুঠোয় ছিল।
পুলিস যখন তাকে গ্রেফতার করে, তাঁর ঘর থেকে পাওয়া ১.৬ মিলিয়ন ডলার নগদ পাওয়া গিয়েছিল। তারমধ্যে একটি ড্রামে ১.১ মিলিয়ন ডলার অর্থ বাড়ির পিছনে মাটিতে পুঁতে রেখে ছিলেন। অ্যালর্বাট গঞ্জালেজ বিশ বছরের কারাদণ্ড শাস্তি ঘোষণা করা হয়।

অ্যান্ড্রিয়ান লামো:
 গুগোল, ইয়াহু, মাইক্রোসফট, দ্য নিউ ইয়র্ক টাইমসের মতো হাইপ্রোফাইল কম্পিউটার নেটওয়ার্ক ভাঙ্গার কারণে অ্যাড্রিয়ান লামো খবরের শিরোনামে আসেন ২০০৩ সালে। টাইমস অভিযোগ দায়ের করলে অ্যাড্রিয়ান লামোর নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। ২০০৭, ১২ জুলাই বাগদাদে এয়ারস্ট্রাইকের ভিডিও ফাঁস হওয়ার পিছনে তিনি ছিলেন এই খবর মার্কিন সেনাবাহিনীর কাছে প্রকাশ পায়। এই নিয়ে তোলপাড় হয়ে যায় আমেরিকা। ২০১০সালে এ নিয়ে অ্যান্ড্রিয়ান লামো খবরের শিরোনামে আসে। তাকে ‘হোমলেস হ্যাকার’ উপাধি দেওয়া হয়। ২০০৪ সালে তিনি গ্রেফতার হন এবং তাকে ৬৫ হাজার ডলার জরিমানা গুনতে হয়। এখন তিনি একজন থ্রেট অ্যানালাইসিস্ট হিসাবে কাজ করেন।

অ্যানোনিমাস:
বর্তমান বিশ্বের সবচেয়ে প্রভারশালী হ্যাকার গ্রপ হচ্ছে অ্যানোনিমাস। তারা অন্যায় অত্যাচারের বিরুদ্ধে কথা বলে। তারা কোন অন্যায় দেখলে, তারা সাইবার যুদ্ধের জন্য ডাক দেয়। এরা একটি ছদ্মবেশী হ্যাকার গ্রপ। ভক্তরা এই গ্রপকে ‘ডিজিটাল রবিনহুড’ নামেও চেনেন। এই গ্রপ তাদের নাম পরিচয় গোপন রেখে হ্যাকিং করে। এরা সবাই সংঘবদ্ধ ভাবে হ্যাকিং এ অংশ গ্রহন করে এবং তাদের লক্ষ্যকে তুলোধোনা করে। আবার তারা বিভিন্ন সরকারি, ধর্মীয়, এবং কর্পোরেট ওয়েবসাইটগুলোতে হানা দেয়। তারা তাদের কার্যক্রম ডিপ ওয়েবে সম্পন্ন করে থাকে। তাদের কিছু উল্লেখযোগ্য উদ্দেশ্য হচ্ছে, এফবিআই, সিআইএ, পেপাল, মাস্টারকার্ড, ভিসা ইত্যাদি। এছাড়া তারা বিভিন্ন দেশ যেমন ভ্যাটিকান, চীন, ইসরাইল, তিউনেশিয়াকে নিজেদের টার্গেট করে।

Source https://www.dailyinqilab.com/article/161487/হ্যাকিং-এক-অজানা-রহস্যময়-জগত