দেখে নেয়া যাক ২০২৫ সালের কোন ছবিগুলো হিট হতে পারে।
"ফতেহ"
আগামী ১০ই জানুয়ারি মুক্তি পাবে সোনু সুদের 'ফতেহ' এবং সাহানা গোস্বামীর 'সন্তোষ'। সাহানার সন্তোষ এই মুহূর্তে রয়েছে অস্কার দৌড়ে।
আরও পড়ুন : রভী তেজার ২০২৩ এর ছবি
'ছাবা'
ফেব্রুয়ারির ৭ তারিুখ মুক্তি পাচ্ছে ভিকি কৌশলের বহু প্রতীক্ষিত ছবি 'ছাবা'। পরিচালক লক্ষণ উতরেকরের এই ছবিতে একেবারে লুক বদলে পর্দায় আসবেন ভিকি কৌশল। ছবিতে ভিকির বিপরীতে রশ্মিকা মান্দানা। খলনায়কের চরিত্রে রয়েছেন অক্ষয় খান্না।
"এমার্জেন্সি"
তালিকাতে রয়েছে, কঙ্গনা রানাউতের 'এমার্জেন্সি'। একই দিনে অর্থাৎ ১০ই জানুয়ারি মুক্তি পাবে। বহুদিন ধরেই বিতর্কের মুখে পড়েছিল এই ছবি। কংগ্রেসের অভিযোগ এই ছবিতে কঙ্গনা, ইন্দিরা গান্ধীর ভাবমূর্তিকে নষ্ট করেছেন। অবশেষে সেন্সর বোর্ডে একাধিক দৃশ্য বাতিল হয়ে।
আরও পড়ুন : ২৫ দিনে পয়সা ডবল হেরাফিরী ৩ (২০২৫)
'স্কাই ফোর্স'
আগামী ২৪ জানুয়ারি সঙ্গে মুক্তি পাচ্ছে অক্ষয় কুমারের অ্যাকশন ফ্লিক 'স্কাই ফোর্স'। এই ছবিতে অক্ষয়ের সঙ্গে জুটি বাঁধছেন সারা আলি খান।
'লাহোর ১৯৪৭'
"গদর ২" ছবির ব্লকবাস্টার সাফল্যের পর ফের পর্দায় সানি দেওলের হুঙ্কার। ছবির নাম 'লাহোর ১৯৪৭'। দেশভাগের প্রেক্ষাপটে তৈরি এই ছবিতে সানি ছাড়াও রয়েছেন প্রীতি জিনতা, আলি ফজল, শাবানা আজমির মতো অভিনেতারা। ছবির মুক্তি ২৪ জানুয়ারি। ছবির পরিচালক রাজকুমার সন্তোষী।
'জলি এলএলবি ৩'
১১ই এপ্রিল মুক্তি পেতে পারে 'জলি এলএলবি ৩'। অক্ষয় কুমার, আরসাদ ওয়ারসি জুটির এই ছবি নিয়ে আগ্রহ কিন্তু বহুদিন ধরেই।
আরও পড়ুন : বাস্তার ২০২৪, সুদীপ্ত সেনের চলচ্চিত্র
'বাগি ৪'
সেপ্টেম্বর মাসে মুক্তি পাবে বাগি ৪। ইতিমধ্য়েই এই ছবিতে টাইগার শ্রফ ও সঞ্জয় দত্তর লুক দেখে হতবাক অনুরাগীরা। এই ছবি যে আপদমস্তক অ্য়াকশনে ভরা হতে চলেছে, তা প্রথম ঝলকেই স্পষ্ট। ছবি মুক্তি সেপ্টেম্বরের ৫ তারিখ।
'থামা'
অক্টোবরে আয়ুষ্মান খুরানার 'থামা', অজয় দেবগণের 'দেদে প্যার দে' এবং শাহিদকে নিয়ে বিশাল ভরদ্বাজের নতুন ছবি থাকবে নজরে।
'আলফা'
আর বছর শেষে যশরাজ ব্যানারের 'আলফা' একেবারে চমকে দেবে সিনেপ্রেমীদের। কেননা এই ছবিতে আলিয়া এবং শর্বরী হবেন একেবারে অ্যাকশন প্যাকড। এই ছবিতে রয়েছেন অনীল কাপুর এবং ববি দেওল।
ليست هناك تعليقات:
إرسال تعليق