২০১২ থেকে আয়ুষ্মান খুরানার বিভিন্ন সিনেমা সমূহ
মাত্র সতেরো বছর বয়েসে চ্যানেল ভি থেকে আয়ুষ্মান খুরানা তাঁর ক্যারিয়ার শুরু করেন। তিনি শুধুমাত্র একজন অভিনেতাই নন খুব ভালো একজন গায়ক। আয়ুষ্মান খুরানা ১৪ই সেপ্টেম্বর ১৯৮৪ সালে চন্ডিগড়ে জন্মগ্রহণ করেন।
২০২৩ : ড্রিম গার্ল
২০২২ : অনেক, ডক্টর জী
২০২১ : Chandigarh Kare Aashiqui
২০২০ : শুভ মঙ্গল যদা সাবধান , গুলাব সিতাবো , আবরা কে ডেবরা , গুগলি
২০১৯ : আর্টিকেল ১৫ , ড্রিম গার্ল , বালা
২০২৯ সালে আয়ুষ্মান খুরানা Forbs Indian Celebrty 100 এর মধ্যে জায়গা করে নেন। উক্ত সালে ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড, বেস্ট এক্টর জিতে নেন।
ليست هناك تعليقات:
إرسال تعليق