শেয়ার মার্কেট থেকে আপনি কি ভাবে সঠিক শেয়ার বাঁচবেন

শেয়ার মার্কেট থেকে আপনি কি ভাবে সঠিক শেয়ার বাঁচবেন যা আপনাকে নির্দিষ্ট সময় পর খুব ভালো একটা আয় দেবে এই সমন্ধে হামেশাই বিভিন্ন জার্নাল বা ওয়েব পোর্টাল বা গুগল সার্চ ইঞ্জিন থেকে পেয়ে যেতে পারেন l এই আর্টিকেল টি নিতান্ত ব্যাক্তিগত l কিন্ত যে কোনো শেয়ার কিনে নেয়ার আগে কতগুলি বিষয় দেখে নিতে পারেন |


প্রথমত - শেয়ার টির নোরাচড়া বা উপর নিচ, movement|


দ্বিতীয়ত - শেয়ার টির পাঁচ দিন বা এক মাসের বা বিগত এক বছরের উপর নিচ কি রকম |


তৃতীয়ত - শেয়ার টির উপর এক্সপার্ট দের রায় কি |


এ ছাড়াও আপনি দেখে নিতে পারেন গত সপ্তাহে বা গত মাসে বা এই মাসে কোন শেয়ার গুলি লাভে আছে | এক্ষেত্রে 

 
secure.icicidirect.com সহায়তা নিতে পারেন  |

www.stockedge.com এর সাহায্যে আপনি শেয়ার টির সমন্ধে ডিটেলস তথ্য পেতে পারেন |

বর্তমানে কোন স্টক কিনলে আপনি লাভবান হবেন সে সমন্ধে প্রতিদিন নজর রাখতে পারেন
economictimes.com/markets/stocks/ | এখানে আপনি বিভিন্ন এক্সপার্ট যেমন Sharekhan, মতিলাল অসওয়াল, ICICI দের মতামত পাবেন এবং কোন শেয়ার কিনতে হবে সে সমন্ধীয় তথ্য পেয়ে যাবেন |

শেয়ার মার্কেট এ যদি যুক্ত হতে চান, একটি Demat Account খুলুন ও নিজের ইনভেস্টমেন্ট শুরু করুন।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন